Abbreviation tag এর ব্যবহার
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা out sourcing institute bd পক্ষ থেকে স্বাগতম আজ আমরা জানবো এইচটিএমএল এ abbreviation ট্যাগের ব্যবহার সম্পর্কে।
abbreviation ট্যাগ কি?
Abbreviation এর মানে হচ্ছে কোন কিছুর ফুল ফর্ম যেমন SSC full form হচ্ছে secondary school cirtificate।
HSC full form হচ্ছে higher school certificate। এখন আমরা যদি ওয়েবসাইটে শো করাতে চাই তাহলে আমাদেরকে </abbr> নামে একটি ট্যাগ আছে সেটি ব্যবহার করতে হবে। চলো তাহলে শুরু করা যাক।
<!DOCTYPE html>
<html>
<head>
<title> best outsourcing institute bd</title>
</head>
<body>
<abbr title="secondary school certificay "> SSC</abbr>
<abbr title=" higher school certificate ">HSC </abbr>
</body>
</html>
এখন যদি আমরা CTRL+S লিখে সেভ করি এবং ব্রাউজার টা যদি রিফ্রেশ করলে রেজাল্ট আসিবে শুধু SSC, HSC।
যখন তুমি তোমার মাউসের কাবজাব টি SSC,HSC লেখাটির উপর নিবে তখন এর ফুল ফর্ম টি দেখা যাবে।
আজ এই পর্যন্তই। besr outsourcing institute bd সাথে থাকার জন্য ধন্যবাদ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন