প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা শিখব এইচটিএমএল টেক্সট ফরমেটিং সম্পর্কে।
আমরা এইচটিএমএল এ বিভিন্ন ধরনের কনটেন্ট লিখে থাকি। অনেক সময় এসব কনটেন্ট এর টেক্সট ফরমেটিং করার প্রয়োজন পড়ে।
এইচটিএমএল এ কিছু টেক্সট ফরমেটিং এলিমেন্ট রয়েছে এগুলো ব্যবহারের মাধ্যমে কনটেন্টকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়। তাহলে চলো শুরু করা যাক।
<html>
<head>
<title> best out sourcing institute bd</title>
</head>
<body>
<p> <b>best outsourcing institute bd 1</b></p>
<p>.<i>best outsourcing institute bd2</i></p>
<p><del>best outsourcing institute bd3</del></p>
<p><u>best outsourcing institute bd 4</i></p>
<p><b>best </b> <i>outsourcing</i> <del> institute bd</del></p>
</body>
</html>
<b></b>, <strong></strong> ট্যাগ ব্যবহারের মাধ্যমে একটি লাইন বা শব্দ কে গাঢ় (মোটা) ব্যবহার করা হয়।
<p> <b>best outsourcing institute bd 1</b></p>
<i></i> , <em></em> ট্যাগ ব্যবহারের মাধ্যমে লেখাকে বাঁকিয়ে লেখার জন্য ব্যবহার করা হয়।
<p>.<i>best outsourcing institute bd2</i></p>
<u></u> আন্ডার লাইন ট্যাগ, কোন শব্দ বা সংখ্যার নিচে under line দেয়ার জন্য <u>ট্যাগ ব্যবহার করা হয়।
<p><u>best outsourcing institute bd 4</u></p>
<del></del> কোন সংখ্যা বা শব্দকে কেটে দেওয়ার জন্য delete tag ব্যবহার করা হয়।
<p><del>best outsourcing institute bd3</del></p>
তুমি চাইলেও একটি লাইনের ভিতরেও বসিও টেক্সট ফরমেটিং করতে পারো
<p><b>best </b> <i>outsourcing</i> <del> institute bd</del></p>
কোডগুলো ctra +s চেপে সেভ করলে কোন একটি ব্রাউজার দিয়ে ওপেন করলে এর আউটপুট দেখতে পাবো।
তোমাদের শেখার সুবিধার্থে নিচে কিছু টেক্সট ফরমেটিং ট্যাগ দেয়া হলো।
<strike>, <sub>, <sup>, <samp>,
, <small>,<big>
<strong>, <address>
<tt>, <abbr>,<code>,<var>
আজ এই পর্যন্তই। কালকে নতুন কোন টিউটোরিয়াল নিয়ে হাজির হব। ধন্যবাদ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন