সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা best outsourcing institute bd পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। এই ওয়েবসাইটে আমি html এর A to Z টিউটোরিয়া দেব । যারা নতুন কোডিং শিখতে আগ্রহী তাদের জন্য এই ওয়েবসাইটটি একেবারে পারফেক্ট। আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন একটি করে ক্লাস সাবলীল বাংলা ভাষায় তোমাদেরকে উপহার দিব যাতে যাতে তোমরা সহজেই শিখতে পারো।
HTML এর পরিচয়
hyper Text Markup Language. এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, একে mark up language বলা হয়। এইচটিএমএল ট্যাগ গুলো ব্যবহার করে একটি ওয়েব সাইটের মূল কাঠামো তৈরি করা হয়। আপনি পৃথিবীর যে কোন ভাষা শিখেন না কেন আপনি যদি বর্ণমালা না শিখেন তাহলে আপনি কোন ভাষাই শিখতে পারবেন না। প্রথমে আপনাকে বর্ণমালা শিখতে হবে তারপর শব্দ গঠন সবশেষে বাক্য তৈরি। একজন দক্ষ ওয়েব ডেভেলপার হতে হলে এই ল্যাংগুয়েজটি সবার প্রথমে ভালভাবে শিখতে হবে। কোনটি ট্যাগ, এট্রিবিউট, এলিমেন্ট এবং এদের ব্যবহার সম্পর্কে ভালোভাবে জানতে হবে। এবং এটা শেখা খুব সহজ। আপনি html ট্যাগগুলো জানেন তো আপনি html পারেন। মনোযোগ দিয়ে শিখলে অল্প কয়েক দিনে language টি আয়ত্তে আনা যায়।
Html কোড কোথায় লিখব?
আপনি যদি নতুন হন তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো আপনার কম্পিউটারের যে নোটপ্যাড আছে সেটা দিয়ে শুরু করুন পরে অন্য কোন অ্যাডভান্স এডিটর সুইচ করবেন যেমন Subline text, Netbeans, Dreamweaver ইত্যাদি। তবে নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করতে পারেন এখানে অনেক সুবিধা পাবেন এবং নিঃসন্দেহে প্রফেশনাল কোড লেখার জন্য ব্যবহার করতে পারেন।
ডাউনলোড লিংক নিচে দেওয়া হল।
এইচটিএমএল শিখার জন্য যে শব্দগুলো সম্পর্কে ভালোভাবে জানতে হবে তা নিচে নিম্নরূপ
Html Element
Html Tag
Ht Attribute
এইচটিএমএল কোড লেখার সময় এই শব্দগুলি বারবার আসবে তাই এই গুলির উপর ভালো ধারণা থাকা দরকার।
HTML 5 কি?
এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ এর সর্বশেষ ভার্সন হচ্ছে html5। আমরা এখানে html5 ভার্সনের টিউটোরিয়াল দেবো। তাইhtml5 শিখলি আগের ভার্সন গুলি এমনিতেই শেখা হয়ে যাবে।
আজ এই পর্যন্তইএর সাথে থাকার জন্য ধন্যবাদ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন