Hadding কি ? একটি ওয়েব পেইজ এ প্যারাগ্রাফ এ হেডিং ট্যাগ খুবই গুরুত্বপূর্ণ। একটি সুন্দর হেডিং দিয়ে কন্টেন্ট তৈরি করলে পাঠকের কনটেন্ট পড়ার আগ্রহ বেড়ে যায়। ওয়েবপেজের কনটেন্টের শিরোনাম দেওয়ার জন্য এইচটিএমএল এর হেডিং ট্যাগ ব্যবহার করা হয়। এইচটিএমএল হেডিং ট্যাগ ছয় ধরনের হয়ে থাকে। 01 <h1> </h1> 02 . <h2> </h2> 03. <h3> </h3> 04 . <h4> </h4> 05.. <h5> </h5> 06.. <h6> </h6> যদি কন্টেনের জন্য বড় সাইজের হেডিং এর প্রয়োজন হয় তাহলে <h1> </h1> ট্যাগ ব্যবহার করা হয়। যদি তার চেয়ে ছোট সাইজের হেডিং এর প্রয়োজন হয় তাহলে <h2></h2> হেডিং ট্যাগ ব্যবহার করা হয়। এভাবে ধীরে ধীরে সংখ্যা যতই উপরে উঠবে হেডিং এর সাইজ ছোট হয়ে আসবে। <html> <head> <title>this is my first website </title> ...