এইচটিএমএল লিংক
লিংক হচ্ছে সংযুক্ত করা। এক ওয়েবসাইট থেকে অন্য
একটি ওয়েবসাইট বা একই ওয়েবসাইটে এক পেজ থেকে
অন্য পেজে যাওয়ার জন্য লিংক ব্যবহার করা হয়। ওয়েবসাইটে
মূলত দুই ধরনের লিংক ব্যবহার করা হয়
ইন্টারনাল লিংক
এক্সটার্নাল লিংক
একটি ওয়েবসাইট থেকে অন্য একটি ওয়েবসাইটে যাওয়ার জন্য
যে লিংক ব্যবহার করাহয় তাকে এক্সটার্নাল লিংক বলে।
ওয়েবসাইটে লিংক করার জন্য a ট্যাগ anchor tag
ব্যবহার করা হয়।
href attributed অর্থাৎ হাইপার রেফারেন্স
এট্রিবিউট মাধ্যমে লিংক স্থাপন করা হয।
<a> ওপেনিং ট্যাগ ভেতরে href এট্রিবিউট রাখতে হয়।
ওপেনিং <a> ট্যাগ ও </a>
ক্লোজিং ট্যাগ এর ভিতর যদি কিছু কিছু লেখা থাকলে
click here বা image তার ওপরে ক্লিক
করলেই আপনাকে ঐই এড্রেেস নিয়ে যাবে।
<a href="http://www.goole.com/" >click here
</a>
<a> tag এর ভিতর www.Google.com লিংক পেইজে
শো করবে না।
click here লেখার ভিতরলিংকটি ঢুকিয়ে
দেওয়া হয়েছে। লিংকে ক্লিক করলেই আপনাকে গুগোল নিয়ে যাবেl
< a> tag ভিতরে যদি আমরা href মতই target attributed
ব্যবহার করলে "_blank" দিয়ে নতুন
একটি ট্যাব দিয়ে শুরু হবে।
<a> href="http://www.google.com" target="_blank" >
click here</a>
ইন্টারনাল লিংক
ইন্টারনাল লিংক হচ্ছে একই ওয়েবসাইটের এক পেজ থেকে অন্য
পেইজে অথবা একই পেজে
উপরে নিচে যাওয়ার জন্য যে লিংক ব্যবহার করা হয় সেটাই
ইন্টারনাল লিংক।
ইন্টারনাল লিংক এক্সটারনাল লিংক মতই সেটআপ করতে হয়। অন্য একটি
পেইজকে আমি এই পেইজের সাথে লিংক করাতে চাই তাহলে ঐ পেইজ অপেন করে লিংকটা
এনে নিছে http://www.google.com এর পরিবতে পেইজ লিংক
বসিয়ে দিলেই হবে
<a href="http://www.google.com/" >click here
</a>
ধন্যবাদ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন