Html tag কি?
Tag হচ্ছে Less than ( < ) এবং greater than ( > ) চিহ্নের ভিতরে যদি কোন word লেখা হয় আর সেটা যদি এইচটিএমএল অনুমোদিত wordহয়ে থাকে সেই শব্দটাকে ট্যাগ বলা হয়।
এইচটিএমএল এ মূলত ট্যাগ এর ব্যবহার। ট্যাগগুলো যদি তুমি জানো তার মানে তুমি এইচটিএমএল পার । নিচে এইচটিএমএল ট্যাগ সমূহ নিয়ে আলোচনা করা হল।
সব ট্যাগের স্টার্টিং ট্যাগ ও এন্ডিং ট্যাগ রয়েছে <p></p>, <body></body>, <title></title> , <html></hyml> ইত্যাদি. < html> হচ্ছে স্টার্টিং ট্যাগ </html>, আর এটা এন্ডিং ট্যাগ। বাকি ট্যাগগুলো একই রকম
কিছু ট্যাগ আছে যাদের এন্ডিং ট্যাগ নেই যেমন
</img>, </inpot> এদের কাজ একটু ভিন্ন।
<!DOCTYPE html>
<html>
<head>
<title></title>
</head>
<body>
<h1></h1>
<p></p>
</body>
</html>
< html> </html>
একি হচ্ছে প্যারেন্ট ট্যাগ আর বাকি গুলো হচ্ছে চাইল্ড ট্যাগ। এইচটিএমএল এর যত ট্যাগ আছে সব এইটার ভিতরে লেখা হয়।
<title> </title> টাইটেল ট্যাগ মূলত ডকুমেন্টের শিরোনাম লেখার জন্য ব্যবহার করা হয়।
<body> </body> বাড়ি ট্যাগ হচ্ছে এইচটিএমএল এর মল অংশ।
<a> </a> লিংক করার জন্য ব্যবহৃত হয়।
<b></b>, <strong> </strong > লেখা গাঢ় ( মোটা) করে লেখার জন্য ।
<i> </i> লেখা italic স্টাইল দেওয়ার জন্য
<u> </u> শব্দের নিচে আন্ডার লাইন দেওয়ার জন্য।
<small> </small> স্বাভাবিকের চেয়ে ছোট করে লেখার জন্য
<br /> ,</strong> এক লাইন ব্রেক নেওয়ার জন্য।
<table> </table> টেবিল ট্যাগ টেবিল তৈরির জন্য ব্যবহার করা
<col> </col> কলাম ট্যাগ টেবিলে কলাম দেওয়ার জন্য
<td> </td> টেবিলে সেল তৈরি জন্য।
<tr> </tr> টেবিলে সারি তৈরি জন্য।
<img/> ইমেজ আপলোডের জন্য।
<h></h> কন্টাক্ট এর হেডিং তৈরীর জন্য
<p> </p> প্যারাগ্রাফ লেখার জন্য।
<li> </li> তালিকা তৈরি করতে।
<form> </form> ফর্ম তৈরি করার জন্য।
<ol> </ol> নাম্বার দিয়ে তালিকা তৈরি করতে ।
<ul> </ul> নাম্বার ছাড়া তালিকা তৈরি করতে ।
<tt> </tt> টেলিটাইপ লেখা নির্দেশ করে।
এছাড়াও এইচটিএমএল শত শত ত্যাগ রয়েছে l
আজ এ পর্যন্তই best outsourcing institute bd সাথে থাকার জন্য ধন্যবাদ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন